হেমন্তের গান।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 2, 2021
- 1 min read
হেমন্তের এই স্নিগ্ধ ভোরে সোনা রোদের ঢেউ
দেখবি যদি আয় রে তোরা ঘুমাস নে আর কেউ।
হেথায় ঘাসের পরে শিশিরকণা করে ঝিকিমিকি
আমি আগাম হিমেল হাওয়ায় বসে মায়ের ছবি আঁকি।
এই অপরূপ রূপের মেলা ছাড়ে কি আর কেউ!
হেমন্তের এই স্নিগ্ধ ভোরে সোনা রোদের ঢেউ
দেখবি যদি আয় রে তোরা ঘুমাস নে আর কেউ।
ঐ স্বপন বুনা ধানের ক্ষেতে সোনালী রোদ ঝরে
নবান্নের ঐ আনন্দ আজ শ্যামলা মায়ের ঘরে
গন্ধরাজের বহে হিল্লোল বিরস মনের পুরীতেও!
হেমন্তের এই স্নিগ্ধ ভোরে সোনা রোদের ঢেউ
দেখবি যদি আয় রে তোরা ঘুমাস নে আর কেউ।।
ঢাকা। ১৬ কার্তিক ১৪২৮। ১ নভেম্বর ২০২১
Comments