top of page

হিরোশিমা।।আমিনুল ইসলাম


কেয়ামতের এক ইনিংস; অতঃপর পুনরায় জেগে ওঠা; এই ফিনিক্স পাখিটির নাম হিরোশিমা; যদিও আজও খাড়া রয়েছে দগ্ধদালানের মমি গেনবাকু ডোম- সেদিনের সাক্ষী, তার পাশ দিয়ে বয়ে চলা মোতোইয়াসুর জলে শেকড় দিয়ে বেড়ে উঠেছে যে-শান্তিপ্রাণ সবুজেরা, তাদের নিঃশ্বাস থেকে ছড়িয়ে পড়ছে প্রণয়ের অক্সিজেন- শহরে, শহর ছাড়িয়ে পাহাড়ে সমুদ্রে নীচাকাশে সর্বত্র আর ছাইগুলো ছবি হয়ে কথা বলে শান্তিস্মৃতি যাদুঘরে।

যারা জানে না এ ইতিহাস, তাদের মগজে কুলোবে না শয়তানের শ্মশানে কীভাবে জেগে ওঠে প্রকৃতির প্রাণ, কীভাবে খাকি হিংস্রতা রূপান্তরিত হয় বিনয়ী নম্রতায়!

আয়না থেকে চোখ সরিয়ে যদি বন্ধ করি হিরোশিমা দেখা চোখ, আলো হয়ে ভেসে ওঠে ফ্লাশব্যাক; নিজেকে আরেক হিরোশিমা বলে মনে হয় যদিও কোনোদিনও এ-হৃদয়ে অপ্রেম ছিল না, ছিল না হিংস্রতা; আর আজো সেখানে পড়েনিকো কোনো শিজিও হায়াসির ক্যামেরার ফ্লাশ!

ওগো ভালোবাসা, যদি একবার দেখে আসো হিরোশিমা, তার অতীত এবং বর্তমান, অতঃপর চোখ তুলে দ্যাখো এই আমাকে আগাগোড়া, আমার বিশ্বাস-- সেই তুমি আর কোনোদিনও গড়ে তুলবে না প্রেমবৈরী মনের মজুদ।

Recent Posts

See All
বাংলার রূপ।। নাজমুল হক সিকদার

সবুজের বুকে আজি পিয়াসি হৃদয় শ্যামলীমার টানে হারিয়েছে, কোন সে দিগন্তে ছুঁয়েছে নীলিমা অবুঝ হৃদয় সেথায় ছুটে চলেছে। বাংলার মাটি সবুজের ঘাটি...

 
 
 

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page