হুঁশিয়ার।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Nov 5, 2021
- 1 min read
চারিদিকে আন্ধার জুলমাত রাত্রি
হুঁশিয়ার সাবধান পরপার যাত্রি।
পথঘাট পিচ্ছিল শত্রুর উচ্ছ্বাস
ঐ শোন নাগিনীর বিষাক্ত নিঃশ্বাস।
কাম-ক্রোধ-লিপ্সার অবিরাম ছোবলে
কোণঠাসা যেন হায় নিরুপায় সকলে।
যদি চাও বাঁচতে তবে তুমি ধর হাল
সার্থক কর তব ইহকাল পরকাল।
বিশ্বাসে বলীয়ান হও তুমি আগুয়ান
গাও জোরে ধরনীতে আল্লাহর জয়গান।
মেনে চল আল্লাহর সব পাক ফরমান।
আঁকা বাঁকা পথে পা কভু যেন পড়ে না
আল্লাহর নামে চল তরী যেন ডুবে না।
প্রেমশিখা হৃদয়ে কভু যেন নিভে না
ভালোবাসা দিয়ে পার হবে এই জমানা।
রাসূলের পুণ্য তরী বাঁধা ঘাটে ভাই
যদি হও যাত্রী তবে কোনো ভয় নাই।
আল্লাহ রাসূল আর মক্কা মদীনা
এই হোক জীবনের নির্ভুল নিশানা।।
ঢাকা। ০৫ নভেম্বর ২০২১
Comments