top of page

হাসন রাজার প্রপৌত্র জাফরান রাজা ছিলেন একজন সত্যিকারের সাধক।। সামারীন দেওয়ান


জাফরান রাজা, হাসন রাজার সত্যিকারের উত্তরসূরি দুনিয়াতে আর নাই। ১ জুন ২০২২ খ্রিষ্টাব্দে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহজ, সরল শান্ত সৌম্য প্রকৃতির এই ব্যক্তিটির সারাজীবন ছিল এক নির্ঝন্জাট চলার পথ। একাধারে ৬০টি বছর হাসন রাজার গানের সাধনায় মগ্ন থেকে হাসন রাজার এই প্রপৌত্র জনাব জাফরান রাজা চৌধরী আজ মধ্যাহ্নে চিরতরে চলে গেলেন । হাসন রাজা মিউজিয়ামের জন্ম-লগ্ন ২০০৮ সাল থেকে জাফরান রাজা ছিলেন আমার অবিংসবাধিত এক গুরু ও বয়োজেষ্ট্য ভ্রাতা। তাঁর উৎসাহ উদ্দিপনায় কত আনন্দ, কত কষ্ট, কত ত্যাগ তিতিক্ষায় তাঁর সাথে কতকিছু শেয়ার করেছি গত ১৪টি বছর। । আজ কেবল মনে হচ্ছে শুধুই মিউজিয়ামের দেয়ালে ঝুলানো জাফরান ভাইয়ের ছবিটি নিরবে কথা বলছে, হারমুনিয়ামের ঘা্টে ঘাটে আচরে পরা সুরের লহরিতে জাফরান ভাইয়ের হাতের আঙ্গুল গুলো। সাথে সাথে হাসন রাজার সুর আর কথার এক মহা মিলনমেলা চলছিলো। জাফরান রাজা ছিলেন হাসন রাজার দ্বিতীয় ছেলে দেওয়ান হাসিনুর রাজার প্রথম পুত্র দেওয়ান তহসিনুর রাজার দ্বিতীয় পুত্র। হাসন রাজার এই প্রপৌত্র জাফরান রাজা ছিলেন এক সাধক পুরুষ। সিলেট বেতারে এই একনিষ্ঠ শিল্পী সুরকার এক মহান ব্যক্তি ছিলেন বলে আমার কাছে ধরা দিয়েছিলেন। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করি আল্লাহ যোনো তাঁকে বেহেস্তবাসী করুন। আমিন। কানের কাছে যেনো এখনো ধ্বনিত হচ্ছে তাঁর নিজের কন্ঠে গাওয়া হাসন রাজার সেই গানটিঃ "ও বন্ধু সুন্দররে, থাকো থাকো আমার আন্ধরে দেখিয়া তোমার রূপ লাগিল ধান্দারে এমন রুপ না দেখিয়াছি শহর বন্দরে॥ আজীবনের মতো তোরে আর নিরে ছারিব কোমরে গুংগুর দিয়া মুইট করিয়া ধরিব॥ হাসন রাজা ছারবো নারে যতদিন বাঁচি প্রেম যন্ত্রনায় জ্বলে পুরে তোমারে পাইয়াছি॥" জাফরান রাজা তাঁরে পেয়ে চলে গেলেন চিরতরে আমাদের কাছ থেকে। প্রত্যাবর্তন করলেন তাঁর কাছে।


সামারীন দেওয়ান। হাসন রাজার প্রপৌত্র। চেয়ারম্যান, হাসন রাজা ফাউন্ডেশন। ম্যানেজিং ডিরেক্টর, হাসন রাজা মিউজিয়াম, সুনামগঞ্জ।

Comentarios


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page