হক।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Dec 4, 2021
- 1 min read
আল্লাহর হক তুমি কর আদায় সৃষ্টির হক তুমি কর আদায় মরণ এলে তুমি লইবে বিদায় তখন করো না শুধু হায় হায়।। আল্লাহ তোমায় সৃষ্টি করেন লালন করেন পালন করেন করেন হেফাজত। তিনি তোমার একক প্রভু তাঁর ভাগীদার হয় না কভু সবাই চাহে তাঁরি রহমত তাঁর তুলনা নাই।। আল্লাহর হক তুমি কর আদায় সৃষ্টির হক তুমি কর আদায়..... সব সৃষ্টি আল্লাহ তায়ালার আল্লাহ ভালোবাসেন তাদের যারা ভালোবাসে সৃষ্টি তাঁর। আল্লাহর প্রিয় হয় তাহারা যারা প্রিয়তম সৃষ্টি কুলের সৃষ্টিকে তাঁর ঘৃণা করে তাঁরে না পাওয়া যায়।। আল্লাহর হক তুমি কর আদায় সৃষ্টির হক তুমি কর আদায় মরণ এলে তুমি লইবে বিদায় তখন করো না শুধু হায় হায়।। ঢাকা, ০৩ ডিসেম্বর ২০২১
Kommentare