হজ্বের মাস।। মোঃ জেহাদ উদ্দিন
- মো জেহাদ উদ্দিন
- Jun 27, 2022
- 1 min read

এলো আবার বছর ঘুরে এলো হজ্বের মাস (শোন্) লাব্বাইক ধ্বনিতে কাঁপে আকাশ ও বাতাস।। দেখ্ জিলহজ্ব মাসের চাঁদ ওঠেছে পশ্চিম আসমানে ইব্রাহিমের আজান কি তোর পৌঁছে নি কানে আজ দুনিয়াদারি ফেলে রে তুই চল সে কাবার পানে যে কাবার কথা ভেবে ভেবে কাটলো বারো মাস।। কাবায় আজও উতলে ওঠে আবে জমজম ভাই সেথায় রাহমাতাল্লিল আলামিনের পরশ পাওয়া যায় পাবি মিলনসুধা দিবানিশি (ও ভাই) মক্কা-মদীনায় সেই আনন্দ পাবার তরে মনেতে আজ উচ্ছ্বাস।। (ঢাকা, ২৭ জুন ২০২২। চলার পথে)
Kommentare