top of page

১৪৪৩ হিজরির রমাদানের সূচনা।। ডঃ যুবায়ের এহসান হক


হিসাব মতে ১৪৪৩ হিজরির রমাদান মাসের নবচন্দ্রের জন্ম হবে শুক্রবার, ১ এপ্রিল ২০২২, গ্রিনিচ সময় ৬:২৪, অর্থাৎ নবচন্দ্রের জন্মের সময় বাংলাদেশে সময় শুক্রবার দুপুর ১২:২৪ ও সৌদি আরবে শুক্রবার সকাল ৯ টা ২৪ মিনিট। শুক্রবার সন্ধ্যায় ঢাকার আকাশে চাঁদ দেখার কোন সম্ভাবনা নেই, ছয় ঘন্টা বয়সী চাঁদ টেলিস্কোপেও দেখা যায় না। আবার শনিবার সন্ধায় ৩০ ঘন্টা বয়সী চাঁদ না দেখার কোন কারণ নেই। অতএব বাংলাদেশে প্রথম রোযা হবে ৩ এপ্রিল রবিবার। সৌদি আরবেও শুক্রবার সন্ধায় খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা নেই, ৯ ঘন্টা বয়সী চাঁদ দেখা যায় না। তারা যদি শনিবার রোযা শুরু করে, বুঝতে হতে তারা ক্যালকুলেশনের সাথে সমন্বয় করেছে।


লেখক: অধ্যাপক, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments


পাঠক নিবন্ধন ফর্ম​

জমা দেওয়ার জন্য ধন্যবাদ!

লেখা প্রদানের জন্য মেইল করুন

banglakotha2011@gmail.com

©2025 by Banglakotha

Bangladesh

bottom of page